কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের পদ্মা – মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকার অভয় আশ্রমে মার্চ -এপ্রিল ২ মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলার অর্ধ লক্ষ জেলেদের আবার পুরোদমে ইলিশ ধরার সকল প্রস্তুতি শুরু হয়েছে।
রবিবার ৩০ এপ্রিল রাত ১২ টার পর থেকেই ইলিশ আহরণে নেমে পড়েন পদ্মা-মেঘনার নদীতে জেলেরা। দীর্ঘ অবসরের পর নতুন ইলিশে সরগরম হয়ে উঠেছে মাছের ঘাটগুলো, ব্যস্ত সময় পার করতে দেখা গেছে জেলে ও আড়তদারদের। নতুন ইলিশের খবরে খুশি ক্রেতা-বিক্রেতারা।
তবে ২ মাস নিষেধাজ্ঞার পর জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও সব মাছ পুরোপুরি ডিম ছাড়তে পারেনি বলছেন জেলেরা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী বলেন, জাটকা রক্ষায় এবছর জেলার পদ্মা – মেঘনার অভয় আশ্রমের এলাকায় ৪ শ টির বেশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৩ শ ৪৪ টি মামলা, ৮০ লাখ মিটার জাল ও ৩৮ মেট্রিক টন জাটকা জব্দ করা হয়। জাতীয়ভাবে ইলিশের উৎপাদন ৬ লাখ মেট্রিক টন। এবছর নদীতে জাটকা বেশি ছিল। এতে করে উৎপাদন লক্ষ মাত্রা থেকে আরো ছাড়িয়ে যাবে।
এদিকে দেশের অন্যতম মৎস্য আড়ত চাঁদপুর বড় স্টেশনেও মাছ ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ী ও জেলেদের মাঝে প্রস্তুতির ব্যস্ততা দেখা যায়।