মোঃ সোহরাব হোসেন,বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা সদরের লবনগোলা গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচা শ্বশুর জামাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিকে , সাবেক দুই চেয়ারম্যানের মধ্যস্থায় ২০ হাজার টাকা জরিমানা” এই সিদ্ধান্ত মেনে নেয়নি ভুক্তভোগী গৃহবধূর পরিবার।
বুধবার (২৬ এপ্রিল ২০২৩ ইং) সকালে বরগুনা সদর উপজেলার ,৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন এ ঘটনায় স্থানীয় মাতুব্বর সাবেক চেয়ারম্যান আজিজ শরীফ ও তার ছেলে সরওয়ার শরীফ ভুক্তভোগী পরিবারকে সুষ্ঠ বিচার পাইয়ে দেয়ার অজুহাতে তালবাহানা শুরু করেন। এমনকি ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টাও চালায় তারা। পরে ৬নং বুড়িরচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানের কাছে নিয়ে যায় মাতব্বরা, দুই চেয়ারম্যানের মধ্যস্থায় ভুক্তভোগী গৃহবধূকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ দিবে মর্মে অভিযুক্ত জামালকে ধার্য করে।
এক পর্যায়ে ঘটনার দিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ রাব্বি বাদি হয়ে অভিযুক্ত জামাল এর বিরুদ্ধে ন্যায় বিচারের স্বার্থে বরগুনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত জামাল ওই গ্রামের গনু হাওলাদারের ছেলে।
গৃহবধূ জানান, বসত ঘরে কেউ না থাকায় ওৎ পাতিয়া থাকিয়া প্রতিবেশী চাচা শ্বশুর জামাল আমার ঘরে প্রবেশ করে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমি নিজের উজ্জত বাঁচানোর অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারিনি। ঘাতক জামাল আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতাহাতি করে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে অভিযুক্ত জামালকে আটক করে। এ ঘটনায় সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।