রেজাউল ইসলাম টিটু, বরগুনা প্রতিনিধিঃ
বিশৃঙ্খলাকারীদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে ঠাঁই হবেনা বলে বরগুনায় যৌথ কর্মী সভায় ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার বিকেলে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
বরগুনায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা যুবদলের সভাপতি মোঃ কামরুজ্জামান জাহিদ হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক সমাজ সাইফুল ইসলাম দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালুম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদিকা ফারজানা আক্তার মিতু।
এছাড়াও উপস্থিত ছিলেন, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম জুয়েল, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আহসান হাবিব স্বপন, পৌর যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াসিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে ডাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশৃঙ্খলাকারী বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে থাকতে পারবে না। মানবিক সমাজ বিনির্মানে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।