
এস এম নাসির মাহমুদ,আমতলী( বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীতে জমি বিরোধ কে কেন্দ্র করে নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে হায়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুএে জানা যায়,আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ শাখারিয়া মেসার্স মৃধা ব্রিকস এর স্বত্বাধিকারী হাজী ইসমাইল মৃধার ছেলে মো নাসির মৃধা গংদের সাথে একই ইউনিয়নের মো, আজগর আলী হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে, এই বিরোধের জের ধরে মো, নাসির উদ্দিন মৃধা, আজগর আলী গংদের বিরুদ্ধে নাটক সাজিয়ে বানোয়াট ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করেছেন।
সরেজমিনে স্থানীয় সূত্রে জানা যায়, নাসির মৃধা ছোট ভাই মো, নসা মৃধা ১২ই নভেম্বর মঙ্গলবার আমতলী থেকে শাখারিয়া বাড়ীতে নিজ মটরসাইকেল যাওয়ার পথে মহাসড়কের ঘটখালীর উত্তর পাশে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে, ঘটনাস্থলে নসা মৃধা আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
এ সংবাদে নসা মৃধার বড় ভাই নাসির মৃধার সহযোগিতায় এক কিলো দূর আমতলী সদর হাসপাতালে ভর্তি না করিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। প্রতি পক্ষ আজগর আলী হাওলাদার গংদের ঘায়েল করার জন্য নাটক সাজিয়ে বিভিন্ন জায়গায় বেন্টিস লাগিয়ে মোবাইলে নসা মৃধার ছবি পোষ্ট করেন।
১৪ নভেম্বর বৃহস্পতিবার নসা মৃধার বড় ভাই মো, নাসির মৃধা বাদী হয়ে, মাহমুদ হাসান আরিফ কে প্রধান আসামী করে আঠারগাছিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো, আজগর আলী হাওলাদার ও মো, আলমগীর সহ তিন জনের নামে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাটক সাজিয়ে বানোয়াট মিথ্যা মামলা দায়ের করেন।
নাসির মৃধার বানোয়াট মিথ্যা মামলা দায়ের করার খবরে এলাকায় নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগি মাহমুদ হাসান আরিফ ও আজগর আলী হাওলাদার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনাকে পুজি করে নাসির মৃধা আমাদের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা করেছে। আমরা এর বিচার চাই ও নাসির মৃধা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে উচ্চ মহলের সুদৃষ্টি কামনা করছি।