
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে মাদক ব্যবসায় বাধা দেওয়ার গুলিশাখালী ইউনিয়ন যুব দলের সভাপতি মো, রফিক বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো মনির ঘরামী মাদক ব্যবসায়ী হাতে আহত হওয়ার আভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১১ই নভেম্বর) সকাল ১০ টায় গোছখালী চৌরাস্তায় ও খেকুয়ানী বাজারে এ ঘটনা ঘটে।
আহত মনির ঘরামী জানান, গুলিশাখালী ইউনিয়নের আমিনুল ও মো কবির পঞ্চায়েত দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে, এলাকায় তারা মাদক সম্রাট হিসেবে পরিচিত, এলাকাবাসী সহ ইউনিয়ন যুব দলের সভাপতি রফিক বিশ্বাস ও সাধারণ সম্পাদক মনির ঘারামী তাদের কে মাদক ব্যবসা থেকে বিরত থাকার কথা বলেন, এতে তারা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমিনুল, কবির পঞ্চায়েত, নাসির চৌকিদার, জুয়েল চৌকিদার, নাইম চৌকিদার সহ ১৫/২০ জন মিলে রফিক বিশ্বাস ও মনির ঘরামী আমতলী বাজারে আসার পথে প্রথমে গোছখালী চৌরাস্তা দ্বিতীয় দফায় খেকুয়ানী বাজারে বসে ইউনিয়ন যুব দলের সভাপতি রফিক বিশ্বাস ও সম্পাদক মনির ঘরামীর উপর অতর্কিত হামলা চালায়, হামলায় তারা আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে আমতলী সদর হাসপাতালে ভর্তি করেন।
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আরিফুর রহমান বলেন, ঘটনা ঘটেছে শুনেছি আভিযোগ পাইনি, অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।