এস এম নাসির মাহমুদ,আমতলী সংবাদাতাঃ
বরগুনার আমতলীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকির ও পৌর বিএনপি আহবায়ক মো কবির ফকিরের নেতৃত্বে আমতলী সদর হাসপাতাল থেকে শুরু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র ্যলিতে হাজার হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
আমতলী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি) এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকির,উপজেলা যুগ্ম আহবায়ক মো, ইলিয়াস খান, মাহবুব আলম মৃধা উপজেলা বি এন পির নেতা মো,জসীম উদ্দিন হাওলাদার উপজেলা মহিলা দলের সভানেএী নিরু শামসুলনাহার (মিরা খান) পৌর বিএনপির সদস্য সচিব মো জালাল আহমেদ খান, উপজেলা বিএনপির নেতা এ্যাড. জসিম উদ্দিন, মো,মাহববুর রহমান উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুদ্দিন মামুন, যুগ্ন আহবায়ক আঃ রাজ্জাক, আবু সাইদ জুবেরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক মেম্বার মো, জসিম উদ্দিন হাওলাদার, আমিনুল মৃধা, পৌর যুবদলের আহবায়ক, মোঃ জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মো. জামাল উদিন খান আমতলী সরকারি কলেজ ছাএদলের সদস্য সচিব মোঃ মনির ডাকুয়া সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
বক্তব্যরা মো,জালাল উদ্দিন ফকির এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় উপজেলা বিএনপির সভাপতি করার দাবী জানান।