কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলায় বৃক্ষ মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৩ জুলাই সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ মেলার উদ্বোধন করেন সুযোগ্য জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
এই বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেন শান্ত।
এছাড়া দর্শনার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রাখার জন্য ও জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরী। জেলার মধ্যে চরাঞ্চলে যে জমিগুলো রয়েছে সে জমিগুলো রক্ষা করার জন্য এবং নদীর তীর রক্ষা করার জন্য বেশি পরিমাণে গাছ লাগানোর দরকার। সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।
জেলা বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, এবারের বৃক্ষ মেলায় ২শ প্রজাতির অধিক ফলজ, মনোজ ও ঔষধি গাছ রয়েছে। জনগণ চাহিদা মত গাছের চারা পাবে এবং সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন। মেলায় জেলার ২২ টি স্টল অংশগ্রহণ করেন।