কাজী নজরুল ইসলাম,চাঁদপুরঃ
চাঁদপুরে পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৭) ও শাহিন খান ( ২৮) নামে দুই বন্ধু নিহত হয়েছে। নিহতদের পরিবারে কান্নার রোল ও শোকের মাতন বইছে।
বুধবার ১০ জুলাই বেলা ১১ টায় চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালী এলাকায় বৃষ্টি ভেজা সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই যুবক একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহত সাইফুল ইসলাম জেলার হাইমচর উপজেলার নয়ানি গ্রামের দীন মোহাম্মদের পুত্র। আর শাহীন খান একই এলাকার নজরুল ইসলাম খানের পুত্র।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন এবং অপর মোটরসাইকেল আরোহী শাহিন খানের অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। ঢাকা নেওয়ার পথে শাহিন খান ও মারা যায় পরিবার সূত্রে জানা যায়।
নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে তারা চার বন্ধু দুটি মোটরসাইকেল যোগে আহত শাহীন খানের পাসপোর্ট নেওয়ার জন্য চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। সেখান থেকে তারা পাসপোর্ট নিয়ে একটি মোটরসাইকেলে করে সাইফুল ও শাহিন বাড়ির দিকে রওনা হন। তারা দুজন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় বৃষ্টি ভেজা রাস্তায় স্লিপ কেটে পড়ে যায়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি বেপরোয়া গতির হওয়ায় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন। গুরুতর আহত শাহিন খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায়।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।