এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তÍতি দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে ঘূর্নিঝড় প্রস্তÍতি কর্মসূচী (সিপিপি), এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় রবিবার সকালে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাদের মিয়া। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ জামাল হুসাইন এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু, বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন ফকির, সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, সিপিপি উপজেলা টিম লিডার আলহাজ্ব মো. ওহাব আকন ও এনএসএস প্রোগ্রাম ম্যানেজার মৃদুল চন্দ্র সরকার, রাজধানী টিভির আমতলী প্রতিনিধি এস এম নাসির মাহমুদ, প্রমুখ।
সভায় সিপিপির শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।