এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে বখাটে অটো রিক্সা চালক দোলন এর মার ধরের স্বীকার হয়েছেন এক ঔষধ ব্যাবসায়ী ।
এ ঘটনায় আহত ব্যাবসায়ী খলিলুর রহমান আমতলী থানায় অটো চালক মো: দোলন হাওলাদার (২০) ও তার বাবা কালাম হাওলাদার কে প্রধান আসামী করে মঙ্গল বার রাতে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন ।
ব্যাবসায়ী খলিলুর রহমান সোমবার বিকেল ৩.৩০ মি: এর সময় আমতলী এ,কে হাই স্কুল এর সামনের রাস্তা পার হওয়ার সময় বেপারোয়া গতিতে অটো চালক দোলন অটো রিক্সা দিয়ে তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয় । এ সময় তিনি প্রচন্ড ব্যাথা পেলে অটো চালক কে সাবধানে গাড়ি চালানোর জন্য বলে । এতে অটো চালক বখাটে দোলন বলে আমাকে সাবধানে গাড়ি চালাতে বলো, আমি তোকে দেখে নেব ।
বিকেল ৪.৩০ মি: এর সময় খলিলুর রহমান তার দোকানে ঔষধ বিক্রির এক লক্ষ টাকা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে জমা দেয়ার জন্য যাওয়ার সময় দোলন ও দোলনের বাবা কালাম হাওলাদার ১০/১২ জন নিয়ে খলিলের পথ রোধ করে তাকে এলো পাথারি কিল, ঘুষি ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং তার সংগে থাকা ১,১০,০০০ টাকা নিয়ে যায় ।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী হাসপাতালে পাঠায় ।
অটো চালক দোলন ইতি পূর্বেও একাধীকবার এ রকম ঘটনা ঘটিয়েছে । ভয়ে কেউ কখনো প্রতিবাদ করেনি ।
এ ঘটনার বিচার দাবী করেছেন ঔষধ ব্যাবসায়ী সহ স্থানীয়রা।