
সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ প্রতিনিধিঃ
‘প্রতিবন্ধি ব্যক্তিদের সাথে অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন এ প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে।
গতকাল রোববার সমাজসেবা বিভাগের আয়োজনে পীরগঞ্জ পৌরসভা মিলনায়তন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, আল-হাসনাহ স্কুলের পরিচালক ইত্তেশামুল হক মিম, প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ এর উপজেলা কমিউনিটি মোবিলাইজার ও উত্তম কুমার রায় প্রমুখ।