এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে বরগুনা ডিবি পুলিশ। বুধবার দুপুরে ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজাসহ দুটি মোবাইল সেট ও নগদ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নলবুনিয়া গ্রামের মোঃ হেমায়েত উদ্দিন হিমু তালুকদার (৫৫) ও তার ছেলে মোঃ সোহান তালুকদার (৩০)। ওই দিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য চান মিয়া তালুকদারের ছেলে হেমায়েত উদ্দিন হিমু তালুকদার দীর্ঘ বছর যাবৎ মাদকদ্রব্য বিক্রি করে আসছে।তার নামে রয়েছে তালতলী থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা ।
বুধবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই জ্ঞান কুমার, এস আই বশির, এএসআই রুবেলের নেতৃত্বে নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বাবা মো. হেমায়েত উদ্দিন হিমু তালুকদার ও তার ছেলে সোহান তালুকদারকে গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে তালতলী থানায় তাদের হস্তান্তর করা হয়।
তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় মামলা হয়েছে। ওই দিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।