বরগুনা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ(৩০,নভেম্বর) বরগুনার -২ টি সংসদীয় আসনে ২২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরা হলেন:-
বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী)
মোঃ জাহাঙ্গীর কবির- জাকের পার্টি , মাহবুবুর রহমান-ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), মোঃ মাসুদ কামাল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু- বাংলাদেশ আওয়ামী লীগ, গোলাম সরোয়ার টুকু- স্বতন্ত্র, মোঃ খলিলুর রহমান- স্বতন্ত্র, মোঃ খলিলুর রহমান- জাতীয় পার্টি, মোঃ ইউনুস সোহাগ- তৃণমূল বিএনপি, শাহ মোঃ আবুল কালাম- বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), মোঃ নুরুল ইসলাম- স্বতন্ত্র, গোলাম সরোয়ার ফোরকান- স্বতন্ত্র।
বরগুনা-২(পাথরঘাটা-বামনা-বেতাগী)
মোঃ মিজানুর রহমান- জাতীয় পার্টি , মোঃ আবুবক্কর সিদ্দিক- বিএসপি, মোঃ কামরুজ্জামান লিটন- তৃণমূল বিএনপি, মোঃ মিজানুর রহমান- বাংলাদেশ কংগ্রেস, ডঃ আব্দুর রহমান- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, মোঃ রফিকুল ইসলাম- স্বতন্ত্র, শাহ্ মোঃ আবুল কালাম- বাংলাদেশ তরিকত ফেডারেশন, সুলতানা নাদিরা- বাংলাদেশ আওয়ামী লীগ, মোহাম্মদ হানিফ শিকদার- জাকের পার্টি, মোঃ আব্দুর রাজ্জাক- বাংলাদেশ কংগ্রেস, মোঃ জাকির হোসেন- বাংলাদেশ ওয়ার্কস পার্টি।
বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীগন আজ এবং গতকালের বিভিন্ন সময়ে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাঃ রফিকুল ইসলামেরর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।