দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
পরিবারের আদরের সন্তান রাকিব হোসেন (১৬)। মায়ের জন্য ঔষধ কিনে ফেরার পথে দূর্ঘটনায় হারিয়েছে প্রাণ। তার মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে আছে পুরো গ্রাম। আর সন্তান হারিয়ে থামছেনা তার মা-বাবা সহ পরিবারের আহাজারি। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে রাকিব। সাত ভাই ও এক বোন নিয়ে মোট আটজনের মধ্যে রাকিব ছিল ছয় নম্বর। সে ঢাকার একটি মাদরাসায় পড়াশোনা করতো।
পরিবার সূত্রে জানা গেছে, রাকিব মাদরাসা থেকে ছুটি পেয়ে বাড়িতে এসেছে। গতকাল (২৮ নভেম্বর মঙ্গলবার) সকালে মায়ের জন্য ঔষধ আনতে ময়মনসিংহে যায়। ঔষধ কিনে বিকেলে সিএনজিতে বাড়ি ফেরার পথে তাদের সিএনজিতে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাকিব।
রাকিবের মামাতো ভাই উমর ফারুক জানান, গতরাতে রাকিবের নিজ বাড়ি পাবিয়াখালীতে তার মরদেহ আনা হয়। বুধবার সকালে দাফন কাজ সম্পন্ন করা হবে। রাকিব তার মায়ের জন্য ঔষধ কিনে বাড়ি ফিরছিলো। কিন্তু ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। আর কতো প্রাণ গেলে বন্ধ হবে অবৈধ বালু উত্তোলন, আর কতো প্রাণ গেলে প্রশাসনের টনক নরবে ?
এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, এমন মৃত্যু খুবই বেদনাদায়ক। রাকিবের সঙ্গে আরও একজন মারা গেছেন। তার বাড়ি অন্য স্থানে। আজ বুধবার সকালে এলাকার মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাকিবের দাফন করা হবে বলে জানান তিনি।