কাজী নজরুল ইসলাম, চাঁদপুর থেকেঃ
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা – মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘন্টায় নৌ পুলিশ ও কোস্টগার্ড পৃথক একটি অভিযান চালিয়ে ১ শ জেলেকে আটক করেছ |
চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরে ৬ টি থানা ও পুলিশ ফাঁড়ি থেকে মোট ২ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার মিটার জাল, ৪৪৭ কেজি ইলিশ ও ৪২ টি মাছ ধরার জেলে নৌকা জব্দ করা হয়েছে। এতে ৪ টি মামলায় ৩১জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে শনিবার ২১ অক্টোবর সকালে জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।