নিজেস্ব প্রতিনিধিঃ
বরগুনা পৌরসভার সড়ক এবং গুরুত্বপূর্ণ স্হাপনায় ১৫০টি সৌর বিদ্যূৎ সংযোজক কার্যক্রমের সূচনা করা হয়। বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে আনুষ্টানিক ভাবে (১৮ অক্টোবর) বুধবার বরগুনা পৌর সভার উদ্দোগে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট প্রকল্পের মাধ্যমে বিকল্প বিদ্যূৎ সেবা কার্যক্রমের উদ্ভোধন করেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় পৌর মেয়র আ্যাড়ঃ কামরুল আহসান মহারাজ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফয়সাল আহমেদ, পৌর সভার নির্বাহী কর্মকর্তা, মোঃ রফিকুল ইসলাম, পৌর সভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ সহ পৌর সভার কাউন্সিলররা উপস্হিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, একটি পরিচ্ছন্ন পৌর শহর গড়তে পৌর সভার মেয়র সাহেব জনগনের নিরাপত্তায় বিকল্প যে বিদ্যূৎ এর ব্যাবস্থা করেছেন এটা প্রশংসার দাবী রাখে। এর মাঝ্যমে নাগরিক সেবা একধাপ এগিয়ে গেল।
পৌর মেয়র আ্যাড়ঃ কামরুল আহসান মহারাজ বলেন, ১ কোটি ৮৯ লক্ষ ৫২ হাজার ৮৪০ টাকার এই প্রকল্পের মাধ্যমে পৌর সভার ৯ টি ওয়ার্ডে ৩০ ভোল্টেজের অটো সেন্সর সৌর বিদ্যূৎ সংযোগ দেয়া হবে। এতে করে রাত্রিকালীন চলাচলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিদ্যূৎ সাশ্রয় হবে।