কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরর ফরিদগঞ্জে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুভাষ বাউল (৫০) নিহত হওয়ার অভিযোগ উঠেছে ।
বৃহস্পতিবার ১২ অক্টোবর দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় পুরবী দাস (২৫) ও নকুল চন্দ্র দাস (৬০) নামে দুইজনকে আটক করে। অভিযুক্ত দুলাল বাউল পালিয়ে যায়।
নিহতের সুভাষ বাউলের পুত্রবধূ শিউলি দাস জানান, লাউতলী গ্রামের বাউল সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। দুপুরে তার শ্বশুর সুভাষ বাউল গাছের ঢাল কাটতে গেলে দুলাল বাউল বাঁধা দেয়। ঢাল কাটাকে কেন্দ্র করে দুলাল বাউলের সাথে সুভাষ বাউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল ও তার ভাইয়ের হামলায় সুভাষ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার তদন্ত ওসি প্রদীপ মন্ডল জানান, সুভাষ বাউলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।