রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর সম্মেলন কক্ষে ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’- প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মো. মনজুর কাদের এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মরীয়া পেরেরা, এসওএস শিশু পল্লী রাজশাহীর প্রকল্প পরিচালক এবিএম বদরুল মুনির।
এছাড়াও শিশু বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সায়ান বিনতে সিদ্দিকী এবং ওমায়ের হোসেন। সংগীত পরিবেশনার সহযোগিতায় ছিলেন, মঞ্জুশ্রী রায়, যতন কুমার পাল ও পীযুষ কুমার প্রমুখ।#