মনিরুল ইসলাম,কুয়াকাটাঃ
গত কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টির ফলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরা পড়েছেন চরম ভোগান্তিতে।মুষলধারে টানা বৃষ্টি হওয়ার কারণে পর্যটকরা রুম থেকে বের হতে পারছেন না। ফলে ঘুরতে এসেও একপ্রকার গৃহবন্দী পর্যটকরা।
সোমবার (৭ আগস্ট) দুপুরের পর কুয়াকাটা জিরো পয়েন্টের বেশ কয়েকটি হোটেলে খোঁজ নিয়ে জানা যায়, বেশিরভাগ পর্যটক রুমে অবস্থান করছেন। হোটেল-মোটেল কর্তৃপক্ষ বলছে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি থাকায় পর্যটকের সংখ্যা কমে গেছে।
তারপরও যারা আছেন তারা বাইরে যেতে পারছেন না এবং জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনেক খাবার হোটেলও বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পর্যটকরা। বরিশাল থেকে আগত নোমান নামের এক পর্যটক বলেন, আমি আমার পরিবার নিয়ে গত পরশুদিন কুয়াকাটা আসছি কিন্তু বৃষ্টির কারণে হোটেল থেকে কোথাও বের হতে পারিনি। আমরা সবাই দুইদিন পর্যন্ত হোটেলেই অবস্থান করছি। এখন এ অবস্থায় ফিরে যেতে হচ্ছে।
সাউথ স্টার হোটেলের পরিচালক অপু বলেন, আমাদের হোটেলে তিনদিন অনেক পর্যটক ছিল তারা বৃষ্টির কারণে বাইরে বেরোতে পারছে না। আবার অনেক পর্যটক দুই থেকে তিনদিন থাকার জন্য আসলেও আবহাওয়া খারাপ হওয়ায় তারা আজকেই চলে যাচ্ছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম এ মোতালেব শরীফ বলেন, টানা বৃষ্টির কারণে অনেক বুকিং বাতিল হচ্ছে।এরপরও যারা কুয়াকাটা আসছে তারাও পড়েছেন চরম ভোগান্তিতে। অধিকাংশ পর্যটকই গত তিনদিন যাবৎ হোটেলে বন্দী আছে। বর্তমানে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা খুবই কম।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটা কিছুটা পর্যটক কমেছে। তবে যারা এই মুহূর্তে কুয়াকাটা অবস্থান করছেন তারা সবাই চাইলেও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারছেন না। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তায় সাগরে গোসল করতেও নিষেধ করা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে।