কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় লাইসেন্স বিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৫ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে ওই প্রতিষ্টানের মালিককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে মতলব দক্ষিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম আক্তার এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, বিকেলে উপজেলার নারায়নপুর বাজারের মীম জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ওই জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ জসিম উদ্দিন কে ১৫ দিনের কারাদণ্ড সহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম আক্তার বলেন, ‘অনিবন্ধিত কোনো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চলতে দেয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে অংশ নেন মতলব দক্ষিন উপজেলার স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ বোরহান উদ্দিন, ডাঃ রতন চন্দ্র দাস, এ সময় মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ও মতলব দক্ষিন থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার মোঃ সুমন সহ সঙ্গীয় পুলিশ সদস্য।