কাজী নজরুল ইসলাম, চাঁদপুর থেকেঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খর্গপুর গ্রামে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ ৪ জনের গৃহবধূ রহিমা বেগম (৩৫) এর মৃত্যু | রবিবার ২৮ ই মে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই গৃহবধূর দেবর মো. সাজ্জাদ হোসেন তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন |
রহিমা বেগম উপজেলার খর্গপুর গ্রামের কৃষক কামরুল হোসেনের স্ত্রী। তিনি ২ মেয়ে ও এক পুত্রসন্তানের মা।
পরিবার, ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রহিমা বেগম (৩৫) বসতঘরটির এক পাশে অবস্থিত রান্নাঘরে সিলিন্ডারের গ্যাসের সাহায্যে চুলায় খাবার গরম করছিলেন। রান্নাঘরের তাপে আচমকা বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। ওই আগুন ছড়িয়ে পড়লে অল্প সময়েই মালামালসহ গোটা বসতঘরটি পুড়ে যায়। এ সময় রহিমা বেগম, তাঁর স্বামী কামরুল হোসেন ও তাঁদের দুই মেয়ে দগ্ধ হন।