রনি আকন্দ, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে বিষ দিয়ে মহসিন আলী মন্ডল নামের এক চাষীর ৯২ শতক জমির সরিষা গাছ নষ্ট করার অভিযোগে উঠেছে । গত রবিবার দিবা গতরাতে উপজেলার পুনট পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল সোমবার রাতে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন পুনটপূর্বপাড়া গ্রামের মৃত মজিবর রহমান মন্ডলের ছেলে মহসিন আলী মন্ডল।
লিখিত অভিযোগে সূত্রে জানাযায়, কালাই উপজেলার গোপীনাথপুর-আকলা পাড়া গ্রামের শাহীন ইসলাম, সাইফুল ইসলাম ও কিবরিয়া হোসেনের সাথে মহসিন আলী মন্ডলের জমিজমা নিয়ে দ্বদ্ধ চলমান আছে। ঘটনার পারিপার্শ্বিকতায় অভিযুক্ত ওই তিনভাই এ কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। এতে তাঁর অন্তত ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ অবস্থায়, ঘটনার সুষ্ঠতদন্ত ও যথাযথ আইন পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনেরনিকট দাবি জানান তিনি।
সরেজমিনে নিমের পাড়া গ্রামের সফির উদ্দিন একই গ্রামের রওশন এবং পুনট পূর্বপাড়ার আফজাল হোসেন ও মেহের নেকাসহ ৭-৮ জনের সাথে কথা বলে জানা যায়, উপজোর পুনট পূর্বপাড়া গ্রামের বর্গাচাষি মহসিন আলী মন্ডল চলতি মৌসুমে ৯২ শতক জমিতে প্রায় ১ মাস আগে সরিষা রোপণ করেন। ইতোমধ্যে সরিষার চারা গজিয়ে কিছুটা বড় হয়েছে। গাছের মাথায় কুড়ি এসেছে। কিছু দিনের মধ্যে ফুলফুটতো। এ অবস্থায় গত রবিবার দিবা গতরাতে কে-বা কারা ওই সরিষার জমিতে আগাছা নাশক ছিটিয়েছেন। ফলে সরিষা গাছের পাতা ঝলসে গেছে। এ ধরনের ঘটনায় তাঁরা নিজেদের ফসল নিয়েও আতঙ্কে আছেন।
এ বিষয়ে অভিযুক্ত শাহীন ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। এটা ষড়যন্ত্র মাত্র। অভিযোগকারী নিজেই ওই সরিষার জমিতে আগাছা নাশক স্প্রে করে আমাদেরকে ফাঁসানোর অপচেষ্টা করছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, উপজেলার পুনটপূর্বপাড়া গ্রামের একটি মাঠে আগাছানাশক ছিটিয়েছেন ৯২ শতক জমির সরিষা গাছ নষ্টকরা হয়েছেমর্মে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তকরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।