
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
শহীদ জিয়া অমর হউক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরগুনার আমতলী পৌর বিএনপি’র ১,২, ও ৩ নং ওয়ার্ড শাখার দ্বি বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আমতলী একে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে উপজেলা যুবদলের আহ্বায়ক অপূর্ব বিএনপি’র আহবায়ক মোহাম্মদ কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে পৌর বিএনপি সদস্য সচিব মোহাম্মদ জালাল আহমেদ খানের সঞ্চালনায় সম্মোলনে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন হাসান শহীদ বিশেষ অতিথি ছিলেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, সাবেক আইন সম্পাদক এডভোকেট খাইরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি মো,শওকাতুল আলম পান্না, উপজেলা যুবদলের সিডিউয়ার আহবায়ক মইনুদ্দিন মামুন যুগ্ন আহবায়ক মো,জামাল খান, আবুল বাশার তালুকদার, সিনিয়র সদস্য সাবেক পৌর কাউন্সিলর মো,শামসুল হক চৌকিদার, পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি জাকির হাওলাদর,২ নং ওয়ার্ড সভাপতি মো,বধু পলোহান, সাধারন সাধারন সম্পাদক, মো,মাসুম পঞ্চায়েত ৩ নং ওয়ার্ড সভাপতি মো,রুহুল আমিন টিপু, উপজেলা ছাত্রদলের সভাপতি শোয়েব হেলাল, সদস্য সচিব মোঃ ইমরান খান। সম্মেলনে ওয়ার্ডের সকল সদস্যদের মতামতের ভিওিতে কন্ঠ ভোটে ১ নং ওয়ার্ডে মো,জাকির হা সভাপতি ও মো,দুলাল ফকির সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ডে মো,বধু পলোহান সভাপতি ও মো,মাসুম পঞ্চায়েত সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে মো,রুহুল আমিন টিপু সভাপতি ও মো,ফোরকান গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।