
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় বান্ধবীর খপ্পরে পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন গৃহবধূ। এ ঘটনায় রোববার (২২ জুন) ভুক্তভোগী গৃহবধূ তার বান্ধবীসহ তিনজনকে আসামি করে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন-বরগুনা শেরেবাংলা সড়কের নাজেম মুসুল্লির ছেলে রুহুল আমিন, তার বন্ধু সিরাজগঞ্জের হাদিসুর রহমান নয়ন এবং ভুক্তভোগীর বান্ধুবী মোসা. সিমা।
ভুক্তভোগী জানান, সিমার সহযোগিতায় রুহুল ও হাদিসুর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন।
তিনি আরও জানান, ঘটনাটি কাউকে জানালে রুহুল ভিডিওটি সামাজিক যোগাযোগমধ্যমে ছড়িয়ে দেবে বলে ভুক্তভোগীকে হুমকি দেন এবং মোটা অঙ্কের অর্থ দাবি করেন।
বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, কোর্টের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেব।