
এস এম নাসির মাহমুদ,আমতলী প্রতিনিধিঃ
জমকালো আয়োজনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বরগুনার আমতলী ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেভ অ্যাসোসিয়েশন ফারিয়া নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকায় আমতলী দি মেডিনোভা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার হল রুমে ফারিয়া নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ডাক্তার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, দি মেডিনোভা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়গনিক সেন্টারের পরিচালক মো, নজরুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা ফারিয়া সমিতির সভাপতি মো, হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ফারিয়া নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান, মোঃ সোহেল ও মো,কিবরিয়া।
উক্ত নির্বাচনে ১১৯ জন ভোটারদের মাঝে তিনটি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মো, মইনুদ্দিন মামুন সিকদার, মো, তরিকুল ইসলাম সোহাগ, মোঃ হুমায়ন সিকদার, সাধারণ সম্পাদক পদে মো, সাইফুল ইসলাম রিপন মো, শামসুল হক সাইফুল ও মো, রুবেল হোসেন, সাংগঠনিক পদে মো, নেছার উদ্দিন, মো, বেলাল হোসেন, ও মো, নবীন হোসেন প্রমূখ।
উক্ত নির্বাচনে সভাপতি পদে তরিকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, ও সাংগঠনিক পদে মো, নবীন নির্বাচিত হয়েছেন।