
সোহরাব,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবার রূপ নিয়েছে চাঁদাবাজির অভিযোগে।
রবিবার (২২ জুন) সকাল ১০টায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বদেশ কুমার সুব্রত রায় অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং তার মেয়ে অপহরণের মামলা থেকে বাঁচতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনেছেন।
সুব্রত রায় বলেন, কাজিরাবাদ ইউনিয়ন বিএনপির আসন্ন কাউন্সিলকে সামনে রেখে, মিজানুর রহমান তার দলবল নিয়ে আমার স্কুলপড়ুয়া কন্যাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের ডাক চিৎকারে আমি নিজেই ঘটনাস্থলে পৌঁছে গেলে, আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এবং অভিযুক্ত মিজানুর রহমান, মাকে প্রাণ নাসের হুমকি দেয়।
সুব্রত রায় অভিযোগ করেন, আমার মেয়েকে অপহরণের চেষ্টাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে। সেই ঘটনাকে ধামাচাপা দিতে এখন আমার বিরুদ্ধে ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমার রাজনৈতিক ক্যারিয়ারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই অপচেষ্টা শুধু ব্যক্তি স্বদেশ কুমার নয়, পুরো ইউনিয়ন বিএনপির সম্মানকে ক্ষুণ্ণ করছে। আমি দলীয় হাই কমান্ড, সংশ্লিষ্ট প্রশাসন এবং সচেতন মহলের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান সহ তিনজনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী স্বদেশ কুমার সুব্রত রায়।