
সোহরাব বরগুনা প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় বরগুনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা। ৪৪০ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ বান করে ডেউটিন ও প্রতি জনকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান। ৪টি প্রতিষ্ঠানকে ২ বান করে ডেউটিন এবং প্রতিষ্ঠানপ্রতি ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আবু জাহেরসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই সহায়তা তাদের পুনর্বাসনে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমরা আশা করি।
উল্লেখ্য, গত ২৬ মে ২০২৪ তারিখে ঘূর্ণিঝড় রেমাল বরগুনা জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে।