জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজিবী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নটায় কালাই বাসট্যান্ড চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীমা আক্তার জাহান, কালাই থানা অফিসার ইনচার্জ মো.জাহিদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কালাই ডিগ্রি কলেজ ও কালাই সরকারি মহিলা কলেজ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে তাৎক্ষণিক মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনজাত করা হয়।