
কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ নং ইসলামাবাদ ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। পদ্মা – মেঘনা নদীর জলসীমায় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল সুষ্ঠভাবে বিতরণ করায় অসহায় জেলেরা খুবই খুশি বলে জানিয়েছেন।
২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞায় নদী উপকূলীয় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ২৫ কেজি করে এসব চাল বিতরণ করা হয়। মঙ্গলবার ১৫ অক্টোবর সকালে উপজেলার ১৩ নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদে নিবন্ধিত ৪৯০ জন তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে এসব ভিজিএফ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার মতলব উত্তর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন মুকুল, প্যানেল চেয়ারম্যান ( ৭ নং ওয়ার্ড ) মোঃ খলিল মিয়াজি, ইউপি সচিব পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজিব চন্দ্র ভক্ত, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আতাউর রহমান তবিব ও গ্রাম পুলিশগণ।