কাজী নজরুল ইসলাম, চাঁদপুর থেকেঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালী(৫৫) এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বেলতী গ্রামের মৃত রোস্তম আলী মাস্টারের ছেলে।
মঙ্গলবার ১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলার বেলুতি গ্রামেরই মফিজুল ইসলাম প্রধানের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় প্লাস্টিকের রডের সাথে দড়ি দিয়ে গলায় ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, সোমবার বিকালে তার সাথে ফোনে শেষ কথা হয়।রাত ৮ টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি। আজ মঙ্গলবার সকালে নজরুল ঢালীর ঝুলন্ত লাশ দেখতে পাই। জেসমিন আক্তার মনে করেন তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরীসহ জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে উদ্ধার করেছে। ময়নাদতন্তের জন্য মরদেহটি চাঁদপুর সদর জেনারেল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।