রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ
শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তদের দ্বারা জয়পুরহাট সদর থানা আক্রমণ, লুটপাট, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া একটি চায়না পিস্তল, ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের সিমেন্ট ফ্যাক্টরির এলাকায় ঝোপের কাছে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব, সদর থানার ওসি ও ডিআইও-১।
রাত সাড়ে ১০টায় এক প্রেস রিলিজ এর মাধ্যমে জানাযায়, জয়পুরহাট সদর থানায় গত ৫ আগস্ট দুস্কৃতকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে থানায় রক্ষিত লুট করে নিয়ে যাওয়া সরকারি ও পাবলিক অস্ত্র-গুলি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জেলার সকল থানা এলাকায় জনগণকে উদ্বুদ্ধকরণ সভা সমাবেশ করা হচ্ছে।
এমতাবস্থায় আজ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, জয়পুরহাট পৌরসভার সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের কাছে পরিত্যাক্ত অবস্থায় কিছু অস্ত্র-গুলি পড়ে রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি মো. হুমায়ন কবির, ডিআইও-১ মো. কাওসার আলী, ডিএসবি উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমানসহ থানার কর্মকর্তা-ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি ৭.৬২ চায়না পিস্তল, ৮ রাউন্ড ৭.৬২ মি.মি চায়না পিস্তলের গুলি, ২৯ রাউন্ড ৯ মি.মি পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, অস্ত্র-গুলি জয়পুরহাট থানার উপপরিদর্শকের (এসআই) মাধ্যমে জব্দ তালিকা মূলে জব্দ করে জয়পুরহাট সদর থানায় নিয়ে আসা হয়।