কাজী নজরুল ইসলাম চাঁদপুর থেকেঃ
সারাদেশের ন্যায় চাঁদপুরেরও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন। সরকার সমর্থিত ছাত্রলীগ ও সাধারণ ছাত্র-ছাত্রীদের দু গ্রুপের মধ্যে দাওয়া পাল্টায় ও ইট পাটকেল নিক্ষেপে ১০ জন শিক্ষার্থী আহত।
মঙ্গলবার ১৬ জুলাই দুপুরে চাঁদপুর শহরের অঙ্গীকারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকায় গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে দুপাশ থেকে নিক্ষেপ করা হয় ইটপাটকেল। এতে আহত হয় অন্তত ১০জন। শহরে তিন ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের মারধর করে। তাদের দাবি হামলায় অন্তত ১০-১৫ শিক্ষার্থী আহত হয়েছে। এদিকে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, হাসান আলী মাঠে মিছিল বের করলে তাদের মিছিলে বাধা প্রদান করে ছাত্রলীগ। এ সময়ে তাদের কাছ থেকে ব্যানার ছিনে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
একইদিন বিকালে জেলার হাজীগঞ্জ বাজারে দু’ দফা পাল্টা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। প্রথমেই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। পরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নেতৃত্বে কোটা বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।