
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় বাউল শিল্পী মতিউর রহমান ওরফে পাগল হাসানসহ নিহত হয়েছেন দুই জন। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকা এ ঘটনা ঘটে। এ সময় আরো তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জগামী একটি মিনিবাসের সঙ্গে ছাতকের শিমুলতলাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাগল হাসান ও সিএনজিচালক ঘটনাস্থলে মারা যান।
পাগল হাসান, জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ির ইঞ্জিনসহ অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজের সামনে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসান ঘটনাস্থলেই মারা যান।