কাজী নজরুল ইসলাম চাঁদপুর থেকেঃ
পবিত্র ঈদুল ফিতরের আগে ৩ জন গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে চাঁদপুরের নতুন বাজার শাখার পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ রয়েছেন। ওই ব্যাংক শাখার আর কোনো গ্রাহকের টাকা নিয়েছে কিনা তদন্ত করে দেখছেন পুলিশ।
ঈদের পর ব্যাংকে টাকা তুলতে এসে একাউন্টে টাকা জমা নেই জানতে পেরে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা হয়েছে গ্রাহক ব্যবসায়ী আকবর হোসেন লিটন, দলিল লেখক মো. মারুফ ও ঠিকাদারী প্রতিষ্ঠান ওকে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কাউছার হোসেনের।
জানা যায়, গ্রাহক ব্যবসায়ী আকবর হোসেন লিটনের ১কোটি ৭৬ লাখ টাকা, ওকে এন্টারপ্রাইজ প্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৫৬২ টাকা এবং মারুফের ৭৫ লাখ টাকা। ভুক্তভোগীদের মধ্যে ওকে এন্টারপ্রাইজের পক্ষে জাহিদ হোসেন নিরু চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বাকীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। নিখোঁজ ব্যাংক ম্যানেজারের সাথে এই গ্রাহকদের দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থা ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রাহকের একাউন্টে প্রায় পাঁচ কোটি টাকা জমা না দিয়ে নিখোঁজ হন শ্রীকান্ত নন্দী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভ্যান্তরীণ গ্রাহকদের লেনদেনে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজের পর পূবালী ব্যাংকের পক্ষে একটি সাধারণ ডায়েরী করার কথা ও জানান ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক।
প্রাথমিকভাবে ব্যাংক ম্যানেজার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত চলছে, টাকার বিষয়গুলো অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার কথা বলে জানান সদর মডেল থানা পুলিশ পরিদর্শক।
ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈদের আগে গেলো ৪ এপ্রিল শেষ অফিস করেন ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী। তিনি জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা।
স্বপরিবারে কুমিল্লা থাকলেও বর্তমান দেশের বাইরে রয়েছে বলে স্থানীরা জানান। চলতি বছরের ১৪ জানুয়ারী চাঁদপুর নতুন বাজার শাখায় যোগ দেন। এর আগে তিনি জেলার হাজীগঞ্জ উপজেলা ও কুমিল্লার দাউদকান্দির একই ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন।