কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির মঙ্গল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪৩১ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে।
রবিবার ১৪ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ বরণে এক বর্ণাঢ্য সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রায় বেলুন ও পায়রা উড়িয়ে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুধীজন সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী সহ সর্বস্তরের জাতিগোষ্ঠীর মানুষ নিজস্ব সাংস্কৃতির পোষাকে অংশগ্রহণ করে।
পরে বাংলা নববর্ষ ১৪৩১ উদ্যাপন উপলক্ষে নানা আনুষ্ঠানিকতা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।