কাজী নজরুল ইসলাম, চাঁদপুর থেকেঃ
চাঁদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
বুধবার ১৯ এপ্রিল দুপুরে পুলিশ লাইনস মাল্টিপারপাস সেডে প্রধান অতিথি চাঁদপুর পুনাক ডা. আফসানা শর্মি এই ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুনাক হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আপনাদের মতো সকলকে পাশে নিয়ে চলতে চাই। আপনাদের খুশিই আমাদের খুশি। আপনারা আমাদের পাশে থাকবেন।
পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক ) জেলার অধ্যক্ষ শিপ্রা মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পুনাক জেলার সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা।
এ সময় পুনাকের কোষাধ্যক্ষ তন্দ্রা দাস, দপ্তর সম্পাদিকা ইশান আরাফাত, উপাধ্যক্ষ রাখি মজুমদার সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।