কাজী নজরুল ইসলাম চাঁদপুর থেকেঃ
চাঁদপুরের কচুয়া বাজারে অগ্নিকাণ্ডে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে । সোমবার ১ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে জেলার কচুয়া থানা সংলগ্ন একটি মার্কেটে এই আগুনের ঘটনাটি ঘটেছে | পোশাক সামগ্রীসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো– ফারহানা গার্মেন্টস, জাহাঙ্গীর স্টোর, নুর ওয়াচ, রিপন কসেমেটিকস, জাকারিয়া স্টোর, আবদুর রহমান স্টোর ও বিছমিল্লাহ টেলিকম।
কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব মন্ডল জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় ৭ টি দোকান। বৈদুৎতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ।