বরগুনা প্রতিনিধিঃ
সন্দেহভাজন নাশকতা মামলায় বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান রাজা গ্রেফতারের একদিন পর মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মজুমদারের আদালত তার জামিনের আদেশ দেন।
মতিউর রহমান বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। নির্বাচনের আগে তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন।
জানা যায়, বরগুনা থানায় ২৯ অক্টোবর একটি নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলায় মো. সেলিম মিয়া নামের এক ব্যক্তিসহ ১০ জনকে আসামি করা হয়। ওই মামলায় চেয়ারম্যান এজাহারভুক্ত আসামি না হলেও ৭০/৮০ জন অজ্ঞাত আসামির মধ্যে মো. মতিউর রহমান রাজাকে সোমবার আটক করে গোয়েন্দা পুলিশ।
এ ছাড়া বরগুনা থানার এসআই আবু হানিফ বাদী হয়ে ২ নভেম্বর অপর একটি মামলা করেন। সেই মামলায় মতিউর রহমান রাজা ৫৫ নম্বর আসামি। দুইটি মামলায় মঙ্গলবার জামিনের আবেদন করলে অসুস্থ ও বর্তমান চেয়ারম্যান বিবেচনায় এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় জামিনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।
এ ব্যাপারে মো. মতিউর রহমান রাজা বলেন, আমি কোনো নাশকতার সঙ্গে জড়িত নই। আমি ২০২৩ সালের ৯ মে বিএনপি ও তার অঙ্গ-সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নিকট আওয়ামী লীগে যোগদান করেছি।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বলেন, মতিউর রহমান আওয়ামী লীগে যোগদান করেছেন। তিনি আওয়ামী লীগের নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন।