কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরে বন্দুক,দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ ডাকাত কে গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ড অভিযান চালিয়ে জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার তো ১টি দুনলা বন্দুক, ১টি রামদা ১ টি চাইনিজ কুড়াল, ৩ টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে।
শনিবার ২৪ জুন সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আরিফ হোসেন, (২৩) সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন(১৯)। সকলেই জেলার উত্তর মতলব উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার সকালে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে জেলার উত্তর মতলব থানাধীন এখলাছপুর গ্রামে একটি বিশেষ অভিযান চলাকালীন একটি বাড়িতে তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দু’নলা বন্দুক, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩ টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।