কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ও মাদকবিরোধী সচেতনামূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ জুন সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে জেলা ক্রীড়া অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও একশ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সনদ বিতরণ করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিতে ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সুৃমন মিজর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন, বিশেষ অতিথি জেলা ক্রীড়া অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলী রেজা আশরাফী।
সুস্থ সুন্দর জীবন গড়ি মাদককে না বলি এই উপপাদ্য কে সামনে নিয়ে প্রধান অতিথি মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সরকারের মাদকমুক্ত ভিশন সফল করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষ অতিথি মোঃ তরিকুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলী রেজা আশরাফী বলেন, শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি আরো সচেতন হওয়া সহ খেয়াল রাখার আহ্বান জানান।
“সকল ধরণের মাদক বর্জন ও মাদককে না বলি ” এ নিয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন।
শেষে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষাবৃন্দ উপস্থিত ছিলেন।