কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরে ১৮ জুন রোববার পুরো জেলার ৩ লাখ ৪৭ হাজার ৯ শ ৪৭ জন জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এমন তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাত হোসেন।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, মোঃ রহিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ওরিয়েন্টেশনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, জেলার ৬-১১মাস বয়সী ৩৮ হাজার ১শ ৯২ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৭ শ ৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।