টাঙ্গাইল প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে সেমিনার ও কর্মশালায় দুর্নীতি-শোষন মুক্ত আগামীর বাংলাদেশ গড়ার শপথ নেওয়া হয়েছে। মির্জাপুর উপজেলা উদ্যোগ আজ বুধবার মির্জাপুর পৌরসভাসহ ১৪ ইউনিয়নে একযোগে তারুন্যের উৎসব অনুষ্ঠান পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে ধন্যবাদ ও স্বাগত জানিয়েছেন এলাকাবাসি। সকাল দশটায় উপজেলা সদরের উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর পৌরসভা আয়োজিত সেমিনার ও কর্মশালার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অপিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও স্কুলের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এদিকে তারুন্যের এই উৎসবকে জনগনের দৌরগোড়ায় পোছিয়ে দেওয়ার লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বুধবার মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল এই ১৪ ইউনিয়নে একযোগে সভা,সমাবেশ, আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপুর্ন ও উৎসব মুখর করতে সার্বিক তরারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান এবং ওসি মো. মোশারফ হোসেন।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসরাম আজাহার, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন এবং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুন সিদ্দিকী বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় ও পরামর্শে তারুন্যের এই অনুষ্ঠান সফল হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও এসিল্যান্ড মাসুদুর রহমান বলেন, সরকারী নির্দেশনায় উপজেলা প্রশাসন থেকে তারুন্যের এই উৎসবকে সফল করতে আজ বুধবার মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে একযোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে।
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার শপথ নেওয়া হয়েছে।