টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় যৌথবাহিনীর সহযোগিতায় নামেমাত্র অভিযানে বন বিভাগের মধ্যে উত্তোলিত অবৈধ ১০ টি ঘর উচ্ছেদ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ জিসেম্বার) বেলা সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকার সিরামি´ ফ্যাক্টরির দক্ষিন পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মো. মাসুদুর রহমানের সযোগীতায় এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলার বন বিভাগীয় কর্মকর্তা ডঃ আবু নাসের মহসীন হোসেন।
টাঙ্গাইলের বন বিভাগের সহকারী বন সংরক্ষণ আবু সালেহ বলেন, গত ৫ আগস্ট থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকার সিরামি´ ফ্যাক্টরির দক্ষিন পাশে বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয় ভূমি দস্যুরা বনের গাছ কেটে বন বিভাগের জমিতে কয়েকশত অবৈধ স্থাপনা গড়ে তোলে। বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও তারা অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল জেলার বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মির্জাপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের ও যৌথ বাহিনীর সহযোগিতায় বন বিভাগের রেঞ্জার মো. শাহিনুর রহমান ও বিটের ৩০-৪০ জন বন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকার সিরামি´ ফ্যাক্টরির দক্ষিন পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় বন বিভাগের কর্মীরা বনের জমিতে গড়ে উঠা কয়েক শত অবৈধ স্থাপনার মধ্যে মাত্র ১০ টি অবৈধ ঘর ভেকু মেশিন দিয়ে ঘুড়িয়ে দেয়।