
আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি সহ ০৩ জন আহত হয়েছে ।
আহতরা হলেন- আমতলী উপজেলার চুনাখালী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো: আবু জাফর( ৫২), তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৪৫)ও তার শশুর মো: সামসুল আলম (৭৫) ।শনিবার সন্ধা ০৬টা ৩০ মি: এর সময় উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে এ ঘটনা ঘটে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার সকালে সামসুল আলম তার নিজস্ব ভোগ দখলীয় জমিতে আমের চাড়া রোপন করে বেড়া দিয়ে দেয় । সন্ধা ৬.৩০ মি সময় সামসুল আলমের আপন চাচাতো ভাই আব্দুল কাদের মৌলভির ছেলে আমিনুল ইসলাম খোকা (৪২), হুমায়ুন কবির (৩৫) ও মো: আল আমিন (৩০), ব্যাড়া ভেঙ্গে ফেলে ও গাছের চাড়া উপড়ে ফেলে , এ সময় সামসুল হক ও তার মেয়ে নিলুফা, জামাতা জাফর মাস্টার ব্যাড়া ভাঙ্গার প্রতিবাদ করলে খোকা, হুমায়ুন, ও আল আমিন সামসুল হক, তার মেয়ে ও তার জামাতাকে বাংলা দাও, সাবল ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে । আহতদের প্রথমে আমতলী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা: চিন্ময় হাওলাদার তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকলে কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন । এ ঘটনায় জড়িত ০৩ জনকে আসামি করে শনিবার রাতে আমতলী থানায় জাফর মাস্টার বাদী হয়ে মামলা দায়ের করেন ।
আমতলী থানার অফিসার ইন চার্জ মো: আরিফুল ইসলাম বলেন ,” জাফর মাস্টার মামলা করেছেন ,মামলা টি এজাহার হিসেবে নেয়ার প্রক্রিয়া চলছে । তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভ্থইয়া) আমতলী উপজেলা শাখার আহবায়ক মো: দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মো: রেজাউল করিম, শিক্ষক পরিবারের উপর অন্যায় ভাবে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন । ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা ।