
ইমদাদুল হক,পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় সেনা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল, ও মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামে সেনা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় পাইপগান-১টি, তাজা ককটেল বোমা ৫ টি, গান পাউডার ১৫০ গ্রাম, ককটেল তৈরির দ্রব্য সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩ টি এবং এনআইডি কার্ড ৩টি উদ্ধার সহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের রসময় বিশ্বাস (৫৫), পিতা, মৃত অমূল্য বিশ্বাস, প্রীতম বিশ্বাস (৩০), পিতা- রসময় বিশ্বাস, দেবব্রত বিশ্বাস (৩৮) পিতা- নির্মল চন্দ্র বিশ্বাস।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।