এরশাদ আলী,আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরফান আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন।
আরফান আলী নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বুড়াপুকুর গ্রামের মৃত ওমিদ আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার কদমা গ্রামের সড়কে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে গাছে উঠেন আরফান আলী। এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তার শরীরে সঙ্গে স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে সেখানে মারা যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।