বরগুনা প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দোগে বরগুনা আমতলী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে “মৎস্যখাতে তরুনদের অংশগ্রহন ও দেশের অর্থনৈতিক উন্নয়ন” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬জানুয়ারি) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য অফিসার মোঃ মহসীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তম্ময় কুমার দাস, আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, গণঅধিকার পরিষদের আহবায়ক সাইদুর রহমান, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, সফল মৎস্য চাষী এনামুল হক বাচ্চু ও বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র আরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম তার বক্তব্যে বলেন, আজকের তরুনরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষিত বেকার তরুনরা চাকুরীর পিছনে ছুটাছুটি না করে তাদের বাড়ীর পুকুর ও পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা খাল বিলে উপজেলা মৎস্য অফিসের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় মিঠা পানির মাছ চাষে এগিয়ে আসতে পারে। এতে যেমন বেকারত্ব দূর হবে, তেমনি আর্থিকভাবে তারা স্বাবলম্ভি হবে। তিনি বেকার তরুনদের মৎস্যচাষে এগিয়ে আসার আহবান জানান এবং উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস থেকে তাদের সার্বিক সহযোগিতার নির্দেশ দেন।
পরে প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম ও বরগুনা জেলা মৎস্য অফিসার মোঃ মহসীনের উপস্থিতিতে জেলে ও মৎস্যজীবীদের নিয়ে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি শীর্ষক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তম্ময় কুমার দাস ও ওই প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর ইসরাত হোসেন হিমেল প্রমুখ।
উদ্ধুদ্ধকরণ সভায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জেলে ও শতাধিক মৎস্যচাষীরা অংশ নেয়।