সোহরাব,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামে বর্গাচাষী আব্দুল কাদের মিয়ার মরিচ চারা বিষ দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে একই এলাকার দুই ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা হলেন আমজেদ আলীর ছেলে জাকির এবং সমেদ আলীর ছেলে ইলিয়াস। তাদের বিরুদ্ধে গভীর রাতে মরিচ চারা চুরি করারও অভিযোগ রয়েছে।
জানা যায়, জমির মালিক আবুল কালাম এক বছর আগে এই জমি অভিযুক্তদের বর্গা দিয়েছিলেন। তবে গত বছর তিনি জমিটি আব্দুল কাদেরকে বর্গা দেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা জমি না পেয়ে আব্দুল কাদেরের মরিচ চারা চুরি করেন এবং চাষের জমিতে বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হন কৃষক আব্দুল কাদের। তিনি ন্যায়বিচারের জন্য প্রশাসনের কাছে বিচারের দাবি জানান। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকার কৃষক সমাজের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা সুষ্ঠ বিচার দাবি করেছেন।