অনলাইন ডেস্কঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আজ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে কাতার হয়ে লন্ডনে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া বিমানবন্দরে যেতে রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে যাবতীয় কার্যক্রম শেষ করবেন। এরপর রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধাসম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন খালেদা জিয়া।
ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নেতাকর্মীরা গুলশানে খালেদা জিয়ার বাসভবন এলাকায় অবস্থান নেবেন। পর্যায়ক্রমে তার বিমানবন্দরে যাওয়ার পথে গুলশান-২ গোল চত্বর এলাকায় থাকবেন বাড্ডা, ভাটারা, রামপুরা থানা বিএনপি নেতাকর্মীরা। বনানী কাঁচাবাজার হতে কাকলী পর্যন্ত অবস্থান নেবে হাতিরঝিল, শিল্পাঞ্চল ও তেজগাঁও থানার নেতাকর্মীরা।
এ ছাড়া কাকলী হতে আর্মি স্টেডিয়াম ওভারব্রিজ পর্যন্ত থাকবেন কাফরুল, আদাবর, মোহাম্মদপুর ও শেরে বাংলানগর থানার নেতাকর্মীরা। কুর্মিটোলা হাসপাতাল থেকে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত থাকবেন ভাসানটেক, মিরপুর, দারুসসালাম, শাহ আলী ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি নেতারা। আর নিকুঞ্জ থেকে বিমানবন্দর এলাকায় অবস্থান নেবেন পল্লবী, রূপনগর, খিলক্ষেত, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তরা পূর্ব-পশ্চিম ও তুরাগ থানা বিএনপি নেতাকর্মীরা।
এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজায় গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফিরোজায় যান মির্জা ফখরুল। চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফিরোজা থেকে বেরিয়ে যান তিনি।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি আমিনুল হক, যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে রিসিভ করতে আসবেন বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং লন্ডন বিএনপির নেতারা। বিমানবন্দর থেকে তাকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।
ইতোমধ্যে খালেদা জিয়ার বিদেশযাত্রাযাকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে লন্ডনের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আমরা মনে করি, এ সময় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। এখানে নিরাপত্তায় নিয়োজিত এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও মোতায়েন থাকবে।
তিনি বলেন, বিমানবন্দরের বাইরে ও ভেতরে তার (খালেদা জিয়া) যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থাই থাকবে। এ ছাড়া বিমানবন্দরে আগত অন্য যাত্রীদের যেন কোনো ধরনের নিরাপত্তা সমস্যা না হয়, সে ব্যাপারেও আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে।