বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনা বাহিনীর ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক,বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম, পিআইও মো. হাবীবুর রহমান সুমন , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, প্রদীপ কুমার দাস , চন্দন সাহা, দীনেশ চন্দ্র দাস , গঙ্গারাম দাস প্রমুখ।
সভায় ১২ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সুধীজন উপস্থিত ছিলেন। এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপনে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে সভায় জানানো হয়। প্রতিটি পূজা মন্ডপে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।